More

    বরিশালের মেহেন্দিগঞ্জে ডেঙ্গু কেড়ে নিল ছাত্রদল নেতার প্রাণ

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাসুদ রানা (৩০) এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    মাসুদ রানার পরিবার জানিয়েছে, কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হলে মাসুদ রানাকে ঢাকার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

    সেখানে আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। এদিকে মাসুদ রানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা তরুণ এই নেতা সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। ব‌রিশাল উত্তর জেলা যুবদ‌লের আহ্বায়ক সালাহউদ্দিন পিপলু জানান, সোমবার দুপু‌রের দি‌কে গ্রা‌মের বা‌ড়ি‌র উদ্দেশে মর‌দেহ নি‌য়ে রওনা দে‌বে। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অসহায় দরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স...