More

    গলাচিপায় পানিতে ডুবে প্রাণ গেল বিপ্লব বেপারির

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে বিপ্লব বেপারি (৪৫) নামে একজন ব্যক্তি মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের পাশের খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    প্রতিবেশী সমসের জানান, দুপুরে বিপ্লবের স্ত্রী গরুকে ঘাস খাওয়ানোর জন্য নদীর পাশে গেলে বিপ্লব ঘরে ছিলেন। কিছুক্ষণ পর তার খিচুনি উঠলে তিনি দ্রুত দৌড়ে নদীর ঘাটে গিয়ে পানিতে লাফ দেন। এ সময় পাশে কিছু শিশু গোসল করছিল, তবে তারা বিষয়টি টের পায়নি।

    পরে স্থানীয়রা ঘটনাটি বুঝতে পেরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...