More

    গলাচিপায় পানিতে ডুবে প্রাণ গেল বিপ্লব বেপারির

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে বিপ্লব বেপারি (৪৫) নামে একজন ব্যক্তি মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের পাশের খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    প্রতিবেশী সমসের জানান, দুপুরে বিপ্লবের স্ত্রী গরুকে ঘাস খাওয়ানোর জন্য নদীর পাশে গেলে বিপ্লব ঘরে ছিলেন। কিছুক্ষণ পর তার খিচুনি উঠলে তিনি দ্রুত দৌড়ে নদীর ঘাটে গিয়ে পানিতে লাফ দেন। এ সময় পাশে কিছু শিশু গোসল করছিল, তবে তারা বিষয়টি টের পায়নি।

    পরে স্থানীয়রা ঘটনাটি বুঝতে পেরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশুরা

    ভোলায় বেড়েছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।...