More

    মামুন নুরু উভয়ের জন্য নির্বাচন করা ইজ্জত কা সওয়াল হয়ে পড়েছে – গোলাম মাওলা রনি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালি-৩ (গলাচিপা–দশমিনা) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। যদিও জাতীয় নির্বাচন এখনো অনেক দূরে, তবু এলাকায় প্রতিনিয়ত অনুষ্ঠিত হচ্ছে জনসভা, পথসভা এবং শক্তি প্রদর্শন। পুরো অঞ্চলজুড়ে যেন আগাম নির্বাচনী লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে। এ সাবেক সাংসদ গোলাম মাওলা রনি একটি ফেইসবুক পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

    তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, “পটুয়াখালি ৩ আসনে আসলে কি ঘটতে যাচ্ছে তা কেবল আল্লাহই জানেন। নির্বাচন অনেক দুরে কিন্তু গলাচিপা–দশমিনায় দৈনিক কয়েকবার নির্বাচনী লড়াই হচ্ছে!”

    তিনি আরও বলেন, “জনাব তারেক রহমানের ঘনিষ্ট মিত্র ভিপি নুরু বিএনপি জোটের প্রার্থী! অন্য দিকে, কেন্দ্রীয় নেতা হাসান মামুনের সঙ্গে আছে বিএনপির জেলা, উপজেলা সহ ইউনিয়ন কমিটির বেশির ভাগ নেতা কর্মী।”

    স্থানীয় রাজনীতির উত্তাপ নিয়ে রনি মন্তব্য করেন, “উৎসুক জনতা সব জনসভায় যাচ্ছেন। আওয়ামী লীগ সবাইকে পাম্প দিচ্ছে। জামাত চর মোনাই মাঠ গোছাচ্ছে। অন্যদিকে, মামুন-নুরু উভয়ের জন্য নির্বাচন করা ইজ্জত কা সওয়াল হয়ে পড়েছে।”

    গোলাম মাওলা রনির মতে, “নির্বাচন যদি হয় তবে মাঠের যে অবস্থা, সেক্ষেত্রে উভয় প্রার্থীকেই নির্বাচন করতে হবে। কেউ যদি পিছিয়ে যায় তবে তার রাজনীতি সারা জীবনের জন্য শেষ।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও উত্তোলনে বাধার অভিযোগ

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সরকারনির্ধারিত ইজারাকৃত স্থান থেকে বৈধভাবে বালু উত্তোলনে বাধা সৃষ্টি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায়...