More

    নাজিরপুরে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও উত্তোলনে বাধার অভিযোগ

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সরকারনির্ধারিত ইজারাকৃত স্থান থেকে বৈধভাবে বালু উত্তোলনে বাধা সৃষ্টি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
    এ ঘটনায় গতকাল শুক্রবার (২১ নভেম্বর) নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বালু ব্যবসায়ী মো. রাসেল খান (৪২)।
    অভিযোগে রাসেল খান জানান, মধুমতি তালতলা ও বলেশ্বর নদীর নির্দিষ্ট অঞ্চল থেকে তিনি দীর্ঘদিন ধরে নিয়ম মেনে বালু উত্তোলন করে আসছেন। এ জন্য তিনি পিরোজপুর জেলা প্রশাসনে মোট ১ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২৮৮ টাকা রাজস্ব পরিশোধ করেছেন।
    তার অভিযোগ, ফরিদ শেখ (৫০) ও আলামিন খান (৩২)সহ আরও কয়েকজন তার বালু উত্তোলন কার্যক্রমে নানাভাবে বাধা প্রদান করে ৫ লাখ টাকা এবং প্রতিদিন ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত টাকা না দিলে উত্তোলন কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের সঙ্গে থাকা ১০–১২ জন সন্ত্রাসী তার কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে।
    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি শেষ পর্যন্ত থানায় অভিযোগ করতে বাধ্য হন।
    নাজিরপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং যাচাই–বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
    এ বিষয়ে অভিযুক্ত ফরিদ শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না এবং ইজারাদারকেও চিনি না।”
    এ বিষয়ে অভিযুক্ত আলামিন খান বলেন, “রাসেল নামে ওই ইজারাদারকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, আর এমন কোনো ঘটনার সঙ্গেও আমার সম্পৃক্ততা নেই।”
    এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, “অভিযোগটি তদন্তধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মামুন নুরু উভয়ের জন্য নির্বাচন করা ইজ্জত কা সওয়াল হয়ে পড়েছে – গোলাম মাওলা রনি

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালি-৩ (গলাচিপা–দশমিনা) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। যদিও জাতীয় নির্বাচন এখনো অনেক দূরে, তবু এলাকায় প্রতিনিয়ত...