More

    পিরোজপুরে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষ্যে পিরোজপুরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে পিরোজপুরে জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে সকাল থেকেই শহীদ ওমর ফারুক মিলনায়তন এলাকাজুড়ে অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

    সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি সদর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয় ঘুরে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

    বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন, সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রব, সশস্ত্র বাহিনী পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহফুজ, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল আউয়াল, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেন।

    অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের পিরোজপুর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তারা অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

    দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। শেষে মিলনমেলা ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে হাজারো মটোর সাইকেল নিয়া জামায়াতে ইসলামীর শোভাযাত্রা

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাকেরগঞ্জ - ৬ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাড়িঁপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা...