More

    নাজিরপুরে চিকিৎসকের ফার্মেসিতে রহস্যজনক আগুন: আট লাখ টাকার ক্ষতি

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া এলাকায় এক চিকিৎসকের ওষুধের ফার্মেসিতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা দোকানে অগ্নিসংযোগ করেছে বলে দাবি করেছেন মালিক সমীর চন্দ্র হালদার (৪৮)।

    দোকান মালিক সমীর চন্দ্র হালদার জানান, দীর্ঘ দুই দশক ধরে সেখমাটিয়া এস.এম. দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সামনে শান্তিপূর্ণভাবে তিনি ফার্মেসিটি পরিচালনা করে আসছেন।

    রাতের গভীরে দোকানে আগুন লাগার পর স্থানীয়রা ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। পরদিন (২৩ নভেম্বর) তিনি নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অগ্নিসংযোগকারীদের পরিচয় অজ্ঞাত উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলছে।

    কে বা কারা ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।” ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে যুবদল নেতার উদ্যোগে বেহাল সেতু মেরামত

    পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ১১৪ ফুট দীর্ঘ একটি বেহাল সেতু মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। উপজেলার...