More

    বরিশালে পুলিশের অভিযানে আ’লীগ নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইদুল খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইদুল খন্দকার (৪৩) উপজেলার পূর্ব পয়সা গ্রামের মৃত নেছার উদ্দিন খন্দকারের ছেলে ও আগৈলঝাড়ার বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

    সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম।

    জানিয়েছেন-ওইদিন রাতে পূর্ব পয়সা এলাকা থেকে গ্রেপ্তারকৃত সাইদুল খন্দকারের বিরুদ্ধে থানায় রাজনৈতিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতকে বরিশাল আদালতে সোর্পদ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সরকার সেবার মান বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করছে : বরিশাল জেলা প্রশাসক

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন বলেছেন-সরকার প্রতিটি উপজেলায় সেবার মান...