More

    গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর (মঙ্গলবার) জোহরের নামাজের পর গলাচিপা সাব-রেজিস্ট্রি অফিস জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন গলাচিপা উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন। এছাড়া গলাচিপা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অনন্য সাহসের প্রতীক।

    তার অসুস্থতায় পুরো জাতি উদ্বিগ্ন। তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন— আল্লাহ যেন তাকে সুস্থতা, দীর্ঘায়ু এবং নতুন শক্তি দান করেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। দোয়া শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাজারে মিলছে কাঁচা আম, কেজি ৫০০

    বছরের গ্রীষ্ম শুরু হলেই সাধারণত বাজারে কাঁচা আমের দেখা মেলে। তবে এবারে ব্যতিক্রম। শীতের শুরুতেই কক্সবাজারের টেকনাফের বিভিন্ন বাজারে...