More

    কাঠালিয়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    সাকিবুজ্জামান সবুর, স্টাফ রিপোর্টার: ঝালকাঠিতে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন এর সাথে কাঠালিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

    সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়তের আমীর মাস্টার মজিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম, সরকারী তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান, কাঠালিয়া সরকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. বায়জেদুর রহমান শান্ত প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন।

    সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসকের কাছে কাঠালিয়া উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সুযোগ—সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক সবার মতামত গুরুত্বসহকারে শোনেন এবং সব ধরনের উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...