More

    ভোলায় এক ইলিশ মাছের দাম ৮ হাজার দুইশ

    অবশ্যই পরুন

    মেঘনায় জেলের জেলে ধরা পরেছে রাজা ইলিশ। মাছটির ওজন ২ কেজি ৭৫ গ্রাম। ইলিশটি নিলামে ৮ হাজার দুইশত টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে তুলাতলি মৎস্যঘা‌টে আসলাম গোলদা‌রের আড়‌তে রাজা ইলিশ‌টি বি‌ক্রি হয়।

    আড়তের ম্যানেজার শরিফ হোসেন জানান, সকালের দি‌কে ভোলা সদর উপজেলার কা‌চিয়া ইউনিয়‌নের জে‌লে মো. মনিরুল ইসলাম মা‌ঝিসহ তার সঙ্গী ইলিশ শিকার করছিলেন। মেঘনার তুলাতলি ও মদনপুরের মাঝামাঝি নদীতে তা‌দের জা‌লে উঠে আসে রাজা ইলিশ‌টি। ওই এলাকার জেলেরা বড় ইলিশকে রাজা ইলিশ ব‌লে থাকেন। তুলাতলি ঘাটের ইউনুছ ব্যাপারী জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই আড়তে ইলিশটি বিক্রি করতে নিয়ে আসেন জেলেরা।

    পরে তুলাতলি ঘাটের আড়তদার, মৎস্য ব‌্যবসায়ী ও খুচরা ক্রেতাদের উপ‌স্থি‌তি‌তে মাছ নিলামে (ডাক) বিক্রি করা হয়। স‌র্ব্বোচ ৮ হাজার ২ শত টাকা দাম ধরে ইলিশটি কিনে নেন আড়তদার মো. জ‌সিম উদ্দিন ব্যাপারী। জসিম ব্যাপারী জানান, ব‌রিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় সাইজের ইলি‌শের চা‌হিদা অনেক বেশি। বড় সাইজের ইলিশ হলে তাদের কাছে দাম ব্যাপার না।

    তাই তি‌নি এত বেশি দাম দি‌য়ে মাছটি ক্রয় করেছে। বরিশাল বা ঢাকার পাইকারি আড়তে এই ইলিশ‌টি ৯ থে‌কে সা‌ড়ে ৯ হাজার টাকা বি‌ক্রির আশা তার। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, প্রতিবছর ধারাবাহিকভাবে ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় নদীতে বড় সাইজের ইলিশ প্রায়ই পাওয়া যাচ্ছে। ইলিশ মাছ সারাবছরই ডিম ছাড়ার জন‌্য সাগর থে‌কে নদী‌তে আসে।

    ত‌বে বে‌শি ডিম ছাড়ে অক্টোবর থে‌কে নভেম্বর মা‌সে। ওই ইলিশ‌টি সাগর থে‌কে ডিম ছাড়ার জন্য উঠে আস‌ছে। প‌রে তুলাতলি মাছ ঘাটের জেলেদের জা‌লে ধরা প‌রে‌ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল নগরীর চৌমাথায় প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়

    বরিশালে ঘুরতে আসা এক প্রেমিক যুগলকে সাংবাদিক পরিচয়ে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক...