More

    বরিশালে সন্ত্রাসী কর্মকাণ্ডে আলোচনায় অলি, অপকর্ম চালাতে দল বদল

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডস্থ আরশেদ আলী সড়ক এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন অলি (২০)। যেখানেই অপরাধ-অপকর্ম, সেখানেই কিশোর ওয়ালিদ হোসেন অলির নাম উঠে আসছে। হুমকি-ধমকি, চাঁদাবাজি, প্রতারণা, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ থেকে এমন কোনো অপরাধ নেই যেখানে তার নাম নেই। এমনকি অলি তার এসব অপকর্ম চালিয়ে যেতে যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের কাধে ভর করে।

    তার যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়ালিদ হোসেন অলির বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি, প্রতারণা, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আটক হয়ে কারাগারে রয়েছে। এরআগে গত ২৪ আগস্ট রাত আট টায় অলির বাসায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ করেছিল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। অলিকে স্থানীয়ভাবে ‘ভাড়াটিয়া খুনি’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।

    অলি নগরীর বাংলাবাজার এলাকার আওয়ামী লীগ ক্যাডার, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ রুবেল শরীফ ওরফে নাক কাটা রুবেল ও তার ভাই রাজনের বিশ্বস্ত সহযোগী ছিলেন। তবে তার এসব অপকর্ম চালিয়ে যেতে সম্প্রতি বরিশাল জেলা ছাত্রদলের এক নেতার সঙ্গে একাধিক কর্মসূচিতেও যোগ দিতে দেখা গেছে। স্থানীয়রা জানান- বাকেরগঞ্জ পাদ্রীশিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত। বিগত দিনে সে নগরীর বাংলাবাজার এলাকার আওয়ামী লীগ ক্যাডার নাক কাটা রুবেল ও তার ভাই রাজনের বিশ্বস্ত সহযোগী ছিলেন।

    সম্প্রতি বরিশাল জেলা ছাত্রদলের এক নেতার সঙ্গে একাধিক কর্মসূচিতেও যোগ দিয়েছেন। মূলত অলি তার এসব অপকর্ম চালিয়ে যেতেই যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের কাধে ভর করে। এলাকায় হুমকি-ধমকি, চাঁদাবাজি, প্রতারণা, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ থেকে এমন কোনো অপরাধ নেই যার সাথে অলি জড়িত নয়। তার ভয়ে কেউ মুখ খোলেনা।

    তার যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন- ওয়ালিদ হোসেন অলি হত্যাচেষ্টা, চাঁদাবাজি, প্রতারণা, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামী। সে বর্তমানে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আটক হয়ে কারাগারে রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ভাসমান দোকান বসিয়ে মহাসড়কসহ ফুটপাত দখলের চেষ্টা

    বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ সংলগ্ন চৌমাথা সিএন্ডবি সড়কের ফুটপাত আবারও অবৈধভাবে দখল নেওয়ার পাঁয়তারা চলছে। মঙ্গলবার...