More

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

    অবশ্যই পরুন

     

    সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি

    পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক স্থান। এই খেয়াঘাটের একটি বিশেষ স্মৃতিস্তম্ভও রয়েছে, যা এর দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে।

    ঐতিহ্যবাহী এই ঘাটে এখনও দুই টাকায় নৌকা পারাপারের ব্যবস্থা, যা এটিকে অন্যান্য আধুনিক খেয়াঘাট থেকে আলাদা করে তুলেছে। এটি স্বরূপকাঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বহু বছর ধরে স্থানীয় মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

    স্থানীয় বাসিন্দা মোঃ শামীম বলেন এই,খেয়াঘাট আরও অনেক দুরে,ছিল এর আগে একটা ছোট খাল ছিলো, একটা কালভার্ট সহ আরও অনেক কিছু ছিলো যা এখন বিলীন হয়ে গেছে। তবে রয়ে গেছে শুধু স্মৃতি। এই খেয়াঘাটটি শৈশবের সকল সুখ দুঃখের সাক্ষী। দ্রব্যমূল্য সহ সবকিছুর দাম উর্ধগতি থাকলেও মানবিক দিক বিবেচনা করে এটি তার অতীত ঐতিহ্য ধরে রেখেছে।

    প্রাক্তন শিক্ষার্থী রঞ্জন বিশ্বাস বলেন, কলেজ জীবনে(১৯৮৬-১৯৯০) খেয়া নৌকায়/পাল তোলা নৌকায় পার হতাম এই ঘাট থেকে। কালের বিবর্তনে আজও রয়ে গেছে সেই নৌকা এবং মাত্র দুই টাকায় পারাপার করে দিচ্ছেন সন্ধ্যা নদী। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

    শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। প্রথম তিন ওভারে ফিরে গেলেন তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস ও পারভেজ হোসেন...