More

    লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: সেবা দক্ষতা সার্ভিস স্লোগানে এবং জাতীয় মানের চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে ভোলার লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে থানার মোড় ব্রাইট টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এসটিএস ট্রাষ্ট এর চেয়ারম্যান নিজামুল হক নাঈম। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ শাহে আলমের সভাপতিত্বে এবং জেনারেল ম্যানেজার এম এ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস (ভারপ্রাপ্ত) ডাঃ মো. মহসিন খান, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, এসটিএসের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমাতুল্লাহ সেলিম প্রমুখ।

    আলোচনায় বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ টেকনোলজিস্ট, সেরা ডাক্তার ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় মানের চিকিৎসা সেবার লক্ষ্যে এবং নির্ভুল রিপোর্ট ও সঠিক চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয়ে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু হলো। এই প্রতিষ্ঠান ব্যবসায়িক মনোভাব নিয়ে শুরু হয়নি । সেবার মনোভাব নিয়ে আমাদের যাত্রা শুরু।

    দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী অঞ্চল লালমোহনের সকল ধরনের রোগীরা বর্তমানে সবচেয়ে আধুনিক মানের যন্ত্রপাতি এবং সেরা ডাক্তারগণের মাধ্যমে এই সেন্টার থেকে চিকিৎসা প্রদান করা হবে। এসময় লালমোহন বাজারের বিভিন্ন ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি, মিডিয়া কর্মী, প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা...