More

    বরিশালে গভীর রাতে বিএনপির অফিসে আগুন

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদীতে গভীর রাতে আগুন লেগে বিএনপির একটি আঞ্চলিক অফিস পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর বাজার আঞ্চলিক অফিসে এই ঘটনা ঘটে। ‎‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গেলে বাজারের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।

    তবে ততক্ষণে অফিসের টিনশেডের কাঠামো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে অফিসের গুরুত্বপূর্ণ দলীয় নথিপত্র, ফাইল, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

    বিএনপির দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, দলীয় প্রতিপক্ষরা নাশকতা সৃষ্টির লক্ষে অফিস ঘরে আগুন দিযে থাকতে পারে। ‎এদিকে অগ্নিকাণ্ডের পর প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

    গৌরনদী মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...