More

    আগৈলঝাড়ায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সিকদার ডায়াগনস্টিক সেন্টারের এক কমীর্কে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ পারভেজসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদ পারভেজ হাসপাতালের পাশে সিকদার ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের আল্ট্রাসনোগ্রাম করাতে যেতেন। তখন সিকদার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী এক সন্তানের জননী সুমি আক্তারের সাথে ডা. মাসুদ পারভেজ এর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই চিকিৎসক ডা. মাসুদ পারভেজ সুমিকে নিয়ে বিভিন্ন জায়গায় একাধিকবার সময় কাটান। ওই চিকিৎসক সুমিকে দিয়ে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন।

    স্বামীকে তালাক দেওয়ার পরে সুমির চাপে ওই চিকিৎসক ডা. মাসুদ পারভেজ তাকে বিয়ে করতে বাধ্য হন। সুমিকে নিয়ে ওই চিকিৎসক বরিশালের একটি ভাড়া বাসায় থাকতো। ওই চিকিৎসক সুমির কাছে ১০ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছিল। দরিদ্র পরিবার হওয়ার পরেও সুমির পরিবার চিকিৎসককে ২ লক্ষ টাকা যৌতুক দিয়েছে।

    বাকী টাকার জন্য চিকিৎসক সুমি আক্তারকে শাররীক নির্যাতন করে আসছিল। যার কারনে স¤প্রতি ওই চিকিৎসক ডা. মাসুদ পারভেজ সুমির সাথে প্রেমের নামে প্রতারণা করে তাকে তালাক দেন। যার ফলে সুমি ওই চিকিৎসক ডা. মাসুদ পারভেজকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ২০ নভেম্বর বিষপান করেন।

    পরে গুরুতর অবস্থায় সুমিকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করলে ২২ নভেম্বর বিকেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় সুমির পিতা মো. জামাল মীর বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ডা. মাসুদ পারভেজসহ তিনজনের বিরুদ্ধে ২৭ নভেম্বর রাতে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অভিযুক্ত ডা. মাসুদ পারভেজ ১৫দিনের ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং তার ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে দুই— একদিনের মধ্যে মামলা রের্কড করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা : বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী স্টেডিয়াম এলাকায় রাবেয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মরদেহ...