কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগে ঝুঁকিতে থাকা ১০৯ পরিবারকে দুর্যোগ সহনশীল বসত বাড়ি হস্তান্তর করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে নতুন এ ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে হীড বাংলাদেশ এ দুর্যোগ সহনশীল ঘর তৈরি করে।
হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন’র সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসান প্রমুখ।
হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নবনির্মিত ১০৯ টি দুর্যোগ সহনশীল বসতবাড়ি নির্মাণে বসতভিটা উঁচুকরার পাশাপাশি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক স্থাপন, সোলার ও বন্ধুচুলা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, লবণাক্ত ও আর্সেনিকমুক্ত নিরাপদ পানি, স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিতকরণ, জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় জরুরী কর্মব্যবস্থাপনা গ্রহণ এবং জেন্ডার সমতা অর্জন, নারীর ক্ষমতায়ন ও গ্রামীন অর্থনীতিকে শক্তিশালীকরার লক্ষ্যে কাজ করছে।
২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরসহ বিভিন্ন ঝড়, জলোচ্ছ্বাসে সর্বস্ব হারানো এ ১০৯ পরিবার নতুন এ পাকা ভবন পেয়ে খুশি। তারা বলেন এখন আর কোন দুর্যোগে তাদের ঘর ছেড়ে বাইরে আশ্রয়ের জন্য বাইরে যেতে হবেনা। ৩-৫ ফুট জলোচ্ছ্বাস হলেও তাদের ঘরে পানি প্রবেশ করবে না।
