More

    খালেদা জিয়া সব মানুষের নেত্রী: জামায়াত নেতা তাহের

    অবশ্যই পরুন

    হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একজন ‘দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও আপসহীন’ নেত্রী হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

    তিনি বলেছেন, ‘আজকে উনি (খালেদা জিয়া) কোনো দলের নেত্রী নন। উনি সমগ্র মানুষের নেত্রী।’

    আজ সোমবার দুপুরে রাজধানীর ইউনাইটের হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তাহের। হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি ছিলেন এ জামায়াত নেতা। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    তাহের বলেন, ‘আমি আজকে অত্যন্ত বেদনার সাথে, উৎকণ্ঠার সাথে, আবেগের সাথে বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।’

    আলাপকালে একইসঙ্গে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তাহের। জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

    তাহের বলেন, আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্যে বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতর আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল- ২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নেছার উদ্দিনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন আহমেদের সাংবাদিকদের সাথে মতবিনিময়...