সাগরে মাছ শিকারে গিয়ে ভোলার লালমোহন উপজেলার নিখোঁজ হওয়া ১৩ জেলের সন্ধান মিলেছে। গতকাল সোমবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগার থেকে ওই জেলেরা ভিডিও কলে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ২১ দিন পর ১৩ জেলের জীবিত থাকার খবরে বাঁধ ভাঙা আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে পরিবারগুলোতে।
এর আগে গত ১০ নভেম্বর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল মৎস্যঘাট এলাকা থেকে ১৩ জেলে সাগরে মাছ শিকারে যাওয়ার পর নিখোঁজ হন। জেলে হেলালের স্ত্রী মিতু বেগম বলেন, ‘সাগরে মাছ ধরতে যাওয়ার পর থেকেই আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। ২১ দিন পর ভারত থেকে আমার স্বামী ইমুতে কল দিয়েছে।
বলেছেন, তাঁরা সবাই সেখানের একটি কারাগারে আছেন। তাঁদের আমাদের কাছে ফিরিয়ে এনে দিতে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি সাগরে মাছ শিকার করতে গিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েন জেলেরা।’
