More

    ভোলায় নিখোঁজ ১৩ জেলে ভারতে কারাবন্দি

    অবশ্যই পরুন

    সাগরে মাছ শিকারে গিয়ে ভোলার লালমোহন উপজেলার নিখোঁজ হওয়া ১৩ জেলের সন্ধান মিলেছে। গতকাল সোমবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগার থেকে ওই জেলেরা ভিডিও কলে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। ২১ দিন পর ১৩ জেলের জীবিত থাকার খবরে বাঁধ ভাঙা আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে পরিবারগুলোতে।

    এর আগে গত ১০ নভেম্বর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল মৎস্যঘাট এলাকা থেকে ১৩ জেলে সাগরে মাছ শিকারে যাওয়ার পর নিখোঁজ হন। জেলে হেলালের স্ত্রী মিতু বেগম বলেন, ‘সাগরে মাছ ধরতে যাওয়ার পর থেকেই আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। ২১ দিন পর ভারত থেকে আমার স্বামী ইমুতে কল দিয়েছে।

    বলেছেন, তাঁরা সবাই সেখানের একটি কারাগারে আছেন। তাঁদের আমাদের কাছে ফিরিয়ে এনে দিতে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি সাগরে মাছ শিকার করতে গিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েন জেলেরা।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শ্রীগুরু শাখা সংঘ কতৃক যেকোনো অনুষ্ঠান আয়োজনে নিতে হবে কেন্দ্রীয় আশ্রমের অনুমতি

    সুমন দেবনাথ: পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ও ঐতিহ্যবাহী সংগঠন শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় আশ্রম। কেন্দ্রীয় নির্দেশনা...