রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা সর্বজনীন কালী মন্দিরের পূজারীবৃন্দের ও উদয়কাঠী ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে তেতলা সার্বজনিন কালি মন্দিরে অনুষ্ঠিত এ প্রার্থণায় ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রকি।
এছাড়া উপস্থিত ছিলেন বাইশারী কলেজের সহকারী অধ্যাপক মো জাকির হোসেন, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মানিক সর্দার, সাধারন সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক বাবু অমৃত রায়,বাবু মিহির রায়, বিমল হালদার, নির্মল হালদার ও মন্দিরের পূজারী এবং নেতৃবৃন্দ।
