স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানি সাফা ইউনিয়নের সাফা মাধ্যমিক বিদ্যালয় মাঠে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মনোনীত পিরোজপুর-০৩ (মঠবাড়িয়া) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ রুহুল আমিন দুলালের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়
অনুষ্ঠানে ধানি সাফা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিল পরিচালনা করেন। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের সার্বিক কল্যাণ ও উন্নতির জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপি’র আহবায়ক শামীম মিয়া মৃধা উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল,সাবেক সভাপতি হুমায়ুন কবির, মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জসিম ফরাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খলিফা
উপজেলা যুবদলের আহ্বায়ক রামিম লস্কর, সদস্য সচিব রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপির তৃণমূল কর্মী ও বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা জানান এবং তিনি সুস্থ হয়ে পুনরায় দেশবাসীর পাশে দাঁড়াবেন—এই আশা ব্যক্ত করেন
