More

    পটুয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামীর, হাসপাতালে স্ত্রী

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে ট্রাকচাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীন হালদার উজিরপুর থানার বাসিন্দা এবং নিগাম হালদারের ছেলে। দুর্ঘটনায় আহত নবীন হালদারের স্ত্রীর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন হালদার স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে মোটরসাইকেলে উজিরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। আউলিয়াপুর সড়কে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর নবীন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকের সামনের চাকা তার মাথার উপর উঠে যায় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

    দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে নবীনের স্ত্রীকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে যানজট নিরসনে কাজ করেছে পুলিশ। ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এমন নির্বাচন প্রয়োজন যেখানে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে: সালাহউদ্দিন আহমদ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের সর্বনাশ করেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। তবে গণতন্ত্রপ্রিয় জনগণের দীর্ঘ সংগ্রামে...