More

    বাকেরগঞ্জে ভোট কেন্দ্র পূর্ণবহালের দাবীতে এলাবাসীর মানববন্ধন

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জে ভোটকেন্দ্র পূর্ণবহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার গারুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভোটারেরা তাদের ভোট কেন্দ্র পূর্বের স্থানে বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

    সংশিষ্ট এলাকার ভোটারেরা জানান, ২৫০০ শত জনেরও বেশি ভোটাররা তাদের পূর্বের নির্ধারিত ভোট কেন্দ্র রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখার জন্য জোর দাবি করেন, এবং মানববন্ধন শেষে প্রধান নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।

    উল্লেখ্য গারুরিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের পূর্বের নির্ধারিত ভোট কেন্দ্র রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তন করে ২ কিলোমিটার দুরে অবস্থিত মেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্ধারণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়( ২) দুইটি ভবন ও( ১০) দশটি কক্ষ রয়েছে।

    যাহা ভোট কেন্দ্রের জন্য সার্বিক নিরাপত্তার ব্যবস্হা একটা গুরুত্বাবহ অবকাঠামো। তাছাড়া এই ওয়ার্ডের ভোটারদের অর্ধেকই রবিপুর গ্রামের বাসিন্দা। তাছাড়া অন্য দুই গ্রামের ভোটারদের জন্য অত্র কেন্দ্রটি ছিল স্থান অনুযায়ী ভালো। এমন সময় ভোট কেন্দ্রের স্হান পরিবর্তন ভোটারদের মনে মিশ্র প্রভাব ফেলতে পারে, অনেকে তাদের ভোট দিতে আগ্রহ হারাতে পারে। মানববন্ধনে বক্তারা, ভোটারদের সুবিধার্থে পূর্বের স্থানে ভোটকেন্দ্র বহালের দাবি জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা: কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

    মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।...