More

    দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 

    অবশ্যই পরুন

    মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন ও দুমকি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫।

    মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফরিদা সুলতানা। সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা: কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

    মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।...