More

    সমাজ উন্নয়নে অবদান রাখায় জেলা পর্যায়ে সম্মাননা পেলেন নলছিটির সাবেক জনপ্রতিনিধি নুরুন্নাহার রুবিনা

    অবশ্যই পরুন

    হাসান আরেফিন, নলছিটি প্রতিনিধি : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় ঝালকাঠির নলছিটিতে অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং নির্বাচিত অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি সহকারি কমিশনার (ভুমি) মো. রিজভী আহমেদ সবুজ।

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস ২০২৫ খ্রি. উপলক্ষ্যে মঙ্গলবার (৯ই ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামন্য অবদান রাখার জন্য নলছিটি পৌরসভার শংকরপাশা গ্রামের নুরুন্নাহার আক্তার রুবিনা, সফল জননী হিসেবে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামের সেলিনা আক্তার এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার সুবিদপুর গ্রামের ডা. জান্নাত-ই-আলমকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 

    মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা" এ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা...