সাকিবুজ্জামান সবুর, নিজস্ব প্রতিবেদক, কাঠালিয়া: ঝালকাঠি—১ (রাজাপুর—কাঠালিয়া) আসনের জামায়াত ইসলামীর মনোনিত দাঁড়িপাল্লার প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করবো ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশ প্রেমিকদল জামায়েত ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে।
আজকের এই উচ্ছাস প্রত্যেকটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। নারী পুরুষের কাছে পৌছে দিতে হবে জামায়েত ইসলামী বাংলাদেশের গণমানুষের দল। সেই দাওয়ার পৌছে দেওয়ার মাধ্যমে আগামী রাষ্ট্র ক্ষমতায় জামায়াতে ইসলামী যাবে ইনশাআল্লাহ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী ড. ফয়েজুল হকের নেতৃত্বে নির্বাচনী গণমিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আর দিনের ভোট রাতে হতে দেয়া হবে না, সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজের স্থান রাজাপুর কাঠালিয়ায় হবে না। এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর বিজয় হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের ভালবাসা ও আল্লাহর রহমত কামনা করছি। আমরা রাজাপুর ও কাঠালিয়াকে শান্তির নগরী বানাতে চাই। যেখানে হিন্দু—বৌদ্ধ—খ্রিস্টান, কৃষক শ্রমিক ছাত্র জনতার কোন ভেদাভেদ নেই।
সবাই মিলে একটি আদর্শ নগরী হিসেবে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এর আগে জামায়েত ইসলামের দাঁড়িপাল্লার নেতাকর্মীরা বিশাল গণমিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠালিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।
পরে সেখানে পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখেন ঝালকাঠি—১ (রাজাপুর—কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী ড. ফয়েজুল হক ও কাঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার মো. মজিবর রহমান। মিছিল ও পথসভায় বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাতায়াতে ইসলামীর নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।
