দেশে ন্যায়, বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্হা চালু হলেই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত( বাকেরগঞ্জ ৬) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার উপজেলার বিভিন্ন স্হানে তার নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন সভায় বলেন, এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্হা পরিচালিত হলেই জনগণের সামগ্রিক মৌলিক অধিকার নিশ্চিত হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার, জনসমর্থন বৃদ্ধি ও ভোটের হার বাড়ানোর বিষয়ে তিনি দলীয় নেতা কর্মী ও ভোটারদের দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলার বিভিন্ন স্হানে নির্বাচনী জনসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, “আমরা ভালোবাসা প্রেম মমতা সততা ইনসাফ দিয়ে মানুষের মন জয় করতে চাই আমরা জুলুম নির্যাতন চাঁদাবাজি ধান্দাবাজি করিনা ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হইলে এ ধরনের কর্মকাণ্ড প্রশ্রয় দেব না জনগণের খাদেম হতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসার ভিত্তিতেই আমরা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আনসার উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মো: জিয়াউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও ৭ নং কবাই ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবুয়াল হাসান সভাপতি ৭ নং কবাই ইউনিয়ন, ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. মোস্তাকুর রহমান, এছাড়াও এছাড়াও ছিলেন ফেরদৌস আলম টিটু দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক যুব বিভাগ ও মাওলানা আবুল কাশেম নলুয়া ইউনিয়ন সহ সভাপতি, মাওলানা গোলাম মোস্তফা ইসলামী আন্দোলন নলুয়া ইউনিয়ন সভাপতি, অধ্যাপক মিজানুর রহমান ইউনিয়ন-ওয়ার্ডের নেতৃবৃন্দ।
