More

    হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন হাদি, ওদিকে বাড়িতে চুরি

    অবশ্যই পরুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

    শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় হাদির গ্রামের বাড়ি খাসমহল এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

    হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে সেটা আমরা এখনও জানতে পারিনি। হাদির ওপর হামলার ঘটনা শুনে ওই দিন বিকেলেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা।

    নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম বলেন, ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে নেওয়া হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে।

    এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

    তিনি সাংবাদিকদের বলেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত। আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না।

    তিনি বলেন, হাদি এখন ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন। তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, যদিও চিকিৎসকেরা এখনও আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তবে একটুখানি আশার জায়গা আছে, রোগীর শরীরে এখনও সাইন অব লাইফ আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে রাজৈরে সমাবেশ

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র সাংসদ প্রার্থী উসমান হাদী–এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে...