পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দুর্বৃত্তরা নির্বাচন কমিশন অফিস ভবনের পেছন দিক থেকে জানালার ফাঁক দিয়ে লাঠির মাথায় নেকরায় কেরোসিন মিশিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। তবে কোনো কারণে আগুন পুরোপুরি জ্বলে ওঠেনি।
ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় অফিসটি। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত রাইসুল ইসলাম, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাসসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, শনিবার সকালে অফিসে এসে তিনি কেরোসিনের তীব্র গন্ধ পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে জানালার পাশে লাঠি ও কেরোসিন ব্যবহারের আলামত দেখতে পান।
তবে অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা নথির ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচন বানচাল করা কিংবা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় এলাকায় মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
