More

    নাজিরপুরে মাসুদ সাঈদীর নির্বাচনী গণসংযোগ

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী।

    এদিন সকাল থেকেই মাসুদ সাঈদী উপজেলার দীর্ঘা ও মালীখালি ইউনিয়নের বিভিন্ন বাজার, জনপদ ও গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ মানুষের সাথে সরাসরি কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন।

    এসময় মাসুদ এক প্রতিক্রিয়ায় বলেন, “পিরোজপুরের মাটি ও মানুষের সাথে আমার পরিবারের এক অবিচ্ছেদ্য এবং আত্মার সম্পর্ক। এ অঞ্চলের মানুষ সব সময় ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। আমি ক্ষমতার লোভে নয়, বরং আপনাদের সেবক হয়ে কাজ করার শপথ নিয়ে মাঠে নেমেছি।”

    এ সময় মাসুদ সাঈদীর সাথে নাজিরপুর উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।মিছিল ও  বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গণসংযোগ এলাকাগুলো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নিজ আসনকে তারেক জিয়ার আসন মনে করে কাজ করতে হবে : হারুন অর রশীদ জমাদ্দার

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাওয়া এখন দেশ জুড়ে। উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারনা। সারাদেশের ন্যায় বরিশাল ৬ ( বাকেরগঞ্জ)...