More

    মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা: কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি খাল খননে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার সাপলেজা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের হাসানিয়া আলীম মাদরাসা সড়কে এ কর্মসূচি পালিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক জাকির দর্জি, হারুণ দফাদার, জসিম দফাদার, চুন্নু দফাদার, শংকর মিত্র, ফারুক হোসেনসহ আরও অনেকে।

    বক্তারা বলেন, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চড়কখালী-তাফালবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঘরনলীশাখা খালটি দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে কার্যত জমির সঙ্গে মিশে গেছে। ফলে খালের দুই পাশের প্রায় ৪০০ হেক্টর জমির মালিকরা বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    তারা আরও বলেন, জলাবদ্ধতার কারণে বীজতলা নষ্ট হয়ে যায় এবং মৌসুমী সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। এ অবস্থায় কয়েক মাস আগে খালটি পুনঃখননের কাজ শুরু হলেও সম্প্রতি স্থানীয় একটি অসাধু চক্র খনন কাজে বাধা সৃষ্টি করে। এতে খনন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে খাল খননের কাজ পুনরায় শুরু করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।
    এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি বলেন, “ওই এলাকা অত্যন্ত কৃষি সম্ভাবনাময়। কৃষির স্বার্থে খাল খনন অত্যন্ত জরুরি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সম্পর্কের মনমালিন্যে প্রেমিকের দেহ পাঁচ টুকরো করেন সুফিয়া

    চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দুই কাটা হাত উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে,...