More

    ভান্ডারিয়া পোনা নদীতে খেয়া থেকে নদীতে পরে নিখোঁজ যুবক

    অবশ্যই পরুন

    ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় লঞ্চঘাটের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে মিজানুর রহমান ওরফে মেজার (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি দীর্ঘ দিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

    মিজানুর দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিজানুর রহমান তার মামার সঙ্গে ভান্ডারিয়ার লঞ্চঘাটে খেয়া বাইতে আসেন। দুপুর আনুমানিক ১২টার দিকে তার মামা লঞ্চঘাট এলাকায় চা পানের জন্য গেলে মিজানুর নিজেই যাত্রীদের নদী পার করে দেওয়ার জন্য খেয়া ছেড়ে দেন। খেয়াটি পোনা নদীর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।

    বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এলেও স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খেয়ার মাঝি ও নিখোঁজ মিজানুর রহমানের মামা কুদ্দুস ফরাজি জানান, খেয়া পারাপারের সময় হঠাৎ করে মিজানুর নদীতে পড়ে যান। খেয়ায় থাকা যাত্রীরা চিৎকার দিলে মুহূর্তের মধ্যেই আশপাশের লোকজন ছুটে এলেও নদীর স্রোতে মিজানুর দ্রুত তলিয়ে যান।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল ডুবুরি দল বর্তমানে গৌরনদীতে একটি উদ্ধার অভিযানে নিয়োজিত থাকায় তারা তাৎক্ষণিকভাবে ভান্ডারিয়ায় পৌঁছাতে পারছে না। এ কারণে পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে নদীতে উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে রাতের আঁধারে ৭ দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    বরিশাল নগরীতে আগুনে পুড়ে ছাই হয়েছে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত...