More

    চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া যাওয়ার পথে নিখোঁজ যুবক, উদ্বিগ্ন পরিবার

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া প্রতিনিধি:  পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার আমড়াগাছিয়া হোগলপাতি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে রাকিব হোসেন (২২) গত ২১/০১/২৬ ইং বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে রাকিব হোসেন চট্টগ্রাম থেকে বলেশ্বর পরিবহনের একটি বাসে করে নিজ বাড়ি মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন।

    কিন্তু ওই রাত থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রাকিবের পিতা আমির হোসেন জানান, কুমিল্লা পৌঁছানোর পর রাকিব ফোন করে তাকে বলেন, “আমার নাম্বারে কোনো ফোন দিবেন না, ফোন দিলে আমার অনেক অসুবিধা হবে।” এরপর থেকে রাকিবের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ছেলের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারটি।

    এ বিষয়ে আমির হোসেন সকলের সহযোগিতা কামনা করে জানান, যদি কেউ রাকিব হোসেনের সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে: ০১৭১৪৫৪৩৩৪৯। এদিকে রাকিব হোসেনের নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাউফলে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নতুন কমিটিকে প্রত্যাখান

    পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে প্রত্যাখান করে পদবঞ্চিত নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন। আজ শনিবার সকাল...