কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ বেগম খালেদা জিয়ার আন্তরিক ইচ্ছায় অন্ধকার এই জনপদকে আলোকিত করার কাজ শুরু করেছিলেন।
খালেদা জিয়া বাড়িতে বাড়িতে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেছিলেন।’ তিনি আজ শনিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলার পাখিমারা বাজারে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠের এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, ‘ আওয়ামী লীগ আমলে কখনো দিনের ভোট রাতে- আবার কখনো ভোটার বাদ দিয়ে আমরা আর মামুরা স্টাইলের ইলেকশন করেছে।’
মোশাররফ হোসেন প্রতিপক্ষ ইসলামি আন্দোলন প্রার্থী হাতপাখা প্রতীকের প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, ‘ যেই লোকের (দল) ১২ টা সংসদ নির্বাচন করে একটা সিটও পায় নাই, তারা আবার দেশের উন্নয়ন করবে!’
নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ বিএনপি নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা ইভান মাতুব্বর। সমাবেশ ঘিরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
