More

    ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

    অবশ্যই পরুন

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী ‘হাস’ প্রতীকে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

    সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি ও লেবুবুনিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে ভোট প্রার্থনা করেন।

    গণসংযোগকালে ব্যারিস্টার মঈন ফিরোজী বিশেষভাবে নারী ভোটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের মতামত ও প্রত্যাশা শোনেন এবং নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এছাড়া উত্তমপুর বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকার চলমান সমস্যা, উন্নয়ন ঘাটতি এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

    তিনি বলেন, “আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি প্রতিনিধিত্বশীল ও জনমুখী সংসদীয় ভূমিকার মাধ্যমে রাজাপুর–কাঁঠালিয়া এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করাই আমার লক্ষ্য।”

    ব্যারিস্টার মঈন ফিরোজী আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করেন, তবে ‘হাস’ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে রাজাপুর–কাঁঠালিয়ার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো।”

    নির্বাচনী প্রচারণাকালে তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এলাকার সাধারণ মানুষ মনে করছেন, ব্যারিস্টার হিসেবে তাঁর পেশাগত অভিজ্ঞতা, সংযত বক্তব্য এবং ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ তাঁকে নির্বাচনী মাঠে আলাদা মাত্রা প্রদান করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নাজিরপুরে মাসুদ সাঈদীর নির্বাচনী গণসংযোগ

    নাজিরপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। মঙ্গলবার (২৭ জানুয়ারি)...