কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে মাদারীপুর-৩ (কালকিনি) আসনে বিশেষ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে কালকিনি উপজেলা শহরজুড়ে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার ও তোরণ অপসারণে জোরালো অভিযান চালানো হচ্ছে।
নির্বাচন কমিশনের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সম্ভাব্য সব প্রার্থীকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে নিজ নিজ নির্বাচনি এলাকার সব ধরনের প্রচার সামগ্রী— পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা—নিজেদের খরচে অপসারণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা প্রতিপালন না করায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে যায়।

কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম-এর নেতৃত্বে এবং কালকিনি থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে উপজেলা শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা, বিদ্যুতের খুঁটি ও জনবহুল এলাকাগুলোতে অবৈধভাবে টাঙানো সব ধরনের প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম বলেন, “মাদারীপুর জেলার রিটার্নিং কর্মকর্তার গণবিজ্ঞপ্তি অনুযায়ী নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মানাতে আমরা মাঠে কাজ করছি। বিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না।” তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
