আগামী শিক্ষাবর্ষের বই আগেভাগে পৌছে দিতে সক্ষম হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তর। বই উৎসবের এখনো ১৩ দিন বাকি থাকলেও বরিশাল জেলায় প্রাথমিকের প্রায় শতভাগ বই পৌঁছে গেছে। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন-জেলায় প্রাক প্রাথমিকে চাহিদা ছিলো ৯৩ হাজার ৫৮০টি বই যা শতভাগ ইতমধ্যে পৌঁছে গেছে। ১ম,২য় ও তৃতীয় শ্রেণীর (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিলো ৫ লাখ ৩৮ হাজার ৭১২ টি বই। যার মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৪৫২টি বই পাওয়া গেছে। প্রাপ্তির হার ৯৯ দশমিক ৯২ শতাংশ। ৪র্থ ও ৫ম শ্রেণির (বাংলা ভার্সন) জন্য চাহিদা ছিলো ৫ লাখ ২৭ ৪৭৬টি বই। যার মধ্য থেকে ৫ লাখ ২৫ হাজার ১২৮টি বই পাওয়া গেছে।
যা চাহিদার ৯৯ দশমিক ৮৪ ভাগ। ১ম,২য় ও ৩য় শ্রেণির (ইংরেজী ভার্সন) জন্য চাহিদা ছিলো ৪ হাজার ৮০ টি এবং ৪র্থ ও ৫ম শ্রেণির (ইংরেজী ভার্সন) জন্য চাহিদা ছিলো ২ হাজার ৬০৮টি বই। যা শতভাগ ইতিমধ্যে পৌছে গেছে। শুধুমাত্র তৃতীয় শ্রেণির খৃষ্ট্রান ধর্মের বই এখন পর্যন্ত পাওয়া যায়নি।
জেলা শিক্ষা অফিসার বলেন-সামান্য কিছু বইয়ের ঘাটতি আছে যা উল্লেখ করার মত নয়। তাও কয়েক দিনের মধ্যে পৌঁছে যাবে।
