ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম’র পক্ষে ধানের শীষ প্রতীকে মনোনয়ন সংগ্রহ করেছেন,লালমোহন উপজেলা বিএনপি এর সভাপতি মোঃ জাফর ইকবাল। এছড়াও মনোনয়ন সংগ্রহ করেছেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী ফুল কপি প্রতীকে নিজামুল হক নাইম।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। ভোলা-৩ এর এই আসনটি লালমোহন ও তজুমুদ্দিন নিয়ে গঠিত।মেজর (অব:)হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এ আসনটিতে ৬ বার নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবারও তার দলের পক্ষ থেকে ধরনে শীষ প্রতীকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
এসময় লালমোহন উপজেলা বিএনপি এর সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়ের সাংবাদিকদের জানান অবাধ, সুষ্ঠু, , শান্তিপূর্ণ,শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে ভোলা-৩ আসনে বিএনপি ধানের শীষে বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হবে বলে জানান এই নেতা।

অপরদিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি—(বিডিপি)মনোনীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাইম শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। এসময় স্থানীয় সাংবাদিকসহ উভয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
