More

    কালকিনিতে মৎস্যজীবী লীগের নেতা গ্রেফতার

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক মৎস্যজীবী লীগের নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কালকিনি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত হোসেন সরদার (৪৫)।

    কালকিনি পৌরসভার রামনগর এলাকার মৃত রশিদ সরদারের ছেলে কালকিনি পৌরসভার রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি থানার মামলা নং–১১, তারিখ–১৬/১১/২০২৫ ইং, ধারা–৮/৯/১০/১১/১২/১৩ সন্ত্রাসবিরোধী আইন–২০০৯ এর একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

    কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, শাহাদাত সরদারের বিরুদ্ধে পূর্বে দায়ের করা ওই মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিবের বিরুদ্ধেই ধর্ষণ মামলা

    বরিশাল নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে একাধিকবার ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং পরবর্তীতে...