বরিশালের গৌরনদীতে ইনকিলাব মঞ্চের নেতা নিহত শরিফ ওসমান হাদির পক্ষে কথা বলায় বেল্লাল হোসেন প্যাদা নামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। আহত যুবদল নেতাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত যুবদল নেতার বড় ভাই কামরুল ইসলাম প্যাদা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ১০ জনকে আসামি করে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা মডেল থানায় একটি মামলা করেছেন। জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য ও পূর্ব গরঙ্গল গ্রামের আব্দুল হক প্যাদার ছেলে বেল্লাল হোসেন প্যাদা স্থানীয় বাজারে বসে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আড্ডা দেওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেতা হাদির সমর্থনে কথা বলছিলেন।
এ সময় সেখানে ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম তার সহদর যুবলীগ কর্মী বাদশা খান, তরিকুল খানসহ ১০-১২ জন হাজির হয়ে বেল্লালের কথার প্রতিবাদ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা সাড়ে ১০টার দিকে বাড়িতে হামলা করে ছোট ভাই বেল্লাল হোসেনকে ধরে নিয়ে যায় এবং গরঙ্গল দাখিল মাদ্রাসার কাছে ব্রিজের ওপর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়।
আহত যুবদল নেতার বড় ভাই কামরুল ইসলাম প্যাদা অভিযোগ করে বলেন, সন্ধ্যার ঘটনার জের ধরে ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম তার সহোদর যুবলীগ কর্মী বাদশা খান, তরিকুল খানসহ দলবল নিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে হামলা করে ছোট ভাই বেল্লাল হোসেনকে ধরে নিয়ে যায় এবং গরঙ্গল দাখিল মাদ্রাসার কাছে ব্রিজের ওপর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়।
অভিযোগের ব্যাপারে জানতে ফোন করলে রফিকুল ও বাদশা খানের ফোন বন্ধ পাওয়া যায়।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় আহত যুবদল নেতার বড় ভাই কামরুল ইসলাম প্যাদা বাদী হয়ে শনিবার দুপুরে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
