বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। আগৈলঝাড়ার থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান, সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের মো. মোশারফ মোল্লার ছেলে বাগধা ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক আজিম মোল্লা (৪৩)কে নিজ এলাকা থেকে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার করে।
গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মটরসাইকেল ভাংচুর ও ছিনতাইয়ের ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজিম মোল্লাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
