More

    মঠবাড়িয়ার ধানী সাফা মিরুখালী ইউনিয়নের সংযোগ ব্রিজটি যেনো মরণ ফাঁদ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ও মিরুখালী ইউনিয়নের সংযোগ খালের উপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শীঘ্রই ব্রিজটি মেরামত করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ব্রিজটি মেরামত হলে মিরুখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ও দক্ষিণ বাদুরা এবং ধানীসাফা ৭নং ওয়ার্ড আলগী পাতাকাটা এলাকায় প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবে ।

    স্থানীয়রা জানান, জনসাধারণের সুবিধার্থে মিরুখালী ইউনিয়ন চেয়ারম্যান দীর্ঘ ৬/৭ বছর আগে কাঠ দিয়ে ব্রিজটি নির্মাণ করেন। বিগত কয়েক বছর যাবৎ ব্রিজটি সংস্কার না হওয়ায় ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীর। বর্তমানে ব্রিজটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় রাসেল খান বলেন , একজন অসুস্থ রোগীকে গাড়িতে নেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে।

    বর্তমানে একজন অসুস্থ স্ট্রোকের রোগীকে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে। কারণ যানবাহন চলাচলে ব্রিজটি অনুপযোগী । যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। বর্ষাকালে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতের সময় পারাপারে কঠিন অবস্থার শিকার হয়। স্থায়ীভাবে ব্রিজটি সংস্কার করা হলে জন দুর্ভোগ থেকে মুক্তি পাবে এলাকাবাসী দুই ইউনিয়নের ২ হাজার গ্রামবাসী।

    তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয় বাসিন্দা মোবারক খান বলেন, ব্রিজটি দ্রুত সংস্কার করা হলে যে কোন সময় ব্রিজ পারাপারে দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের। বর্তমান অবস্থা এতটাই ভয়াবহ একজন সুস্থ সাধারণ মানুষ পারাপারে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হন।

    ধানীসাফা ইউনিয়ন প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি বলেন, খুব দ্রুত ব্রিজ সংস্কার আওতায় আনা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌপথে আসা রোগীদের হাসপাতালে যাতায়াতের একমাত্র কার্যকর ঘাটের মুখে একটি পাবলিক টয়লেট বানানো হয়েছে।...