More

    উজিরপুরে স্কুল ছাত্র নয়ন হত্যায় মামলা দায়ের, বিচারের দাবীতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের স্কুলছাত্র ইসরাফিল হাওলাদার নয়ন (১৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) গভীর রাতে নয়নের বাবা সোবাহান হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতানামা আসামী করে বাবুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে পুলিশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে আশিক হাওলাদার (২২) নামে এক কিশোরকে আটক করে সোমবার (২৯ এপ্রিল) সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। আটক আশিক খুন হওয়া স্কুল ছাত্র নয়নের প্রতিবেশী ওসমান হাওলাদারের ছেলে। এদিকে স্কুল ছাত্র নয়নকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ডে ঘন্ট্যাব্যাপী মানববন্ধন করেছে বামরাইল এ.বি. মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা অবিলম্বে সকল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এরআগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে উজিরপুরের সীমান্তবর্তী বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদী লাগোয়া রমজানকাঠি নামকস্থান থেকে স্কুলছাত্র নয়ন এর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। নয়ন উজিরপুর উপজেলার বামরাইল অনাথ বন্ধু (এ.বি.) মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে ডাক্তার না হয়েও দাঁত ও চোখের চিকিৎসা করেন দুই ভাই

    পটুয়াখালীর মহিপুর সদরের এশিয়া ডেন্টাল ও চক্ষু সেবা কেন্দ্রে চলছে নিয়মবহির্ভূত চিকিৎসা কার্যক্রম। ডাক্তার না হয়েও নামের আগে লেখেন...