বরিশালে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় পণ্য আলু ও পোলাওয়ের চালের দাম বেড়ে গেছে। মাত্র এক দিনের ব্যবধানে আলুর কেজিতে ৪ টাকা এবং পোলাওয়ের চালের কেজিতে ১৫ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা, পাশাপাশি চাপের মুখে পড়েছেন বিক্রেতারাও। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বরিশালের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা জানান, গতকাল যেখানে আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ২০ টাকায়, সেখানে আজ তা বেড়ে ২৪ থেকে ২৫ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে পোলাওয়ের চালের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ১২০ টাকা থেকে ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বলেন, সরবরাহ স্বাভাবিক হলে দ্রুতই দাম কমে আসবে।
তবে অনেক ক্রেতার অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে একটি সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করছে। এদিকে আকস্মিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। তারা বলেন, নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধি সংসার চালানোকে আরও কঠিন করে তুলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। সচেতন মহলের মতে, প্রশাসনের কঠোর নজরদারি ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
