ডাসার(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে মটর সাইকেলের ধাক্কায় রমেশ বিশ্বাস(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার(২৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহত রমেশ বিশ্বাস উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ শশিকর গ্রামের বিশ্বাস বাড়ীর বাসিন্দা এবং মৃত বিষ্ণু চরণ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাযায়,গত শনিবার সন্ধ্যায় শশিকর হাইস্কুল মাঠে কীর্তন শেষে শশিকর বাজার সংলগ্ন সুইজগেট দিয়ে পায়ে হেটে সড়ক দিয়ে বাড়ীতে যাওয়ার পথে পিছন থেকে দ্রুত গতির মোটর সাইকেল সজোড়ে ধাক্কা দেয়।এতে শরীর ও মাথায় আঘাত খেয়ে গুরুতর আহত হন।
পরে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ রবিবার মৃত্যু হয়। এবিষয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, রাস্তা দিয়ে বাড়ী ফেরার পথে দ্রুত গতির মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রমেশ বিশ্বাসের মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক।
এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তরিকুল ইসলাম বলেন,মোটর সাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু খবর পেয়েছি।এব্যাপারে পরিবার থেকে কোন অভিযোগ নিয়ে আসেনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
