More

    হানিফ পরিবহনে নিরাপত্তাহীন যাত্রী: লকার থেকে ট্রলি ব্যাগ গায়েব

    অবশ্যই পরুন

    মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ দেশের অন্যতম শীর্ষস্থানীয় পরিবহন সংস্থা হানিফ এন্টারপ্রাইজের বাসে যাত্রীদের মালামালের নিরাপত্তা নিয়ে আবারো গুরুতর অভিযোগ উঠেছে। বাসের সংরক্ষিত বক্স বা লকার থেকে ইন্দোনেশিয়া ফেরত যাত্রীর দামী মালামাল গায়েব হ‌ওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। ​সর্বশেষ ঘটনাটি ঘটে গতকাল রাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী হানিফ পরিবহনের একটি বাসে।

    ভুক্তভোগী যাত্রী জানান, তিনি আব্দুল্লাহপুর কাউন্টার থেকে বাসের লকারে নিজের ট্রলি ব্যাগটি জমা দিয়েছিলেন এবং টোকেন চাইলে বলে টোকেন নাই, সামনে গিয়ে টোকেন দিচ্ছি। এক পর্যায়ে যাত্রীকে আর টোকেন দেয় না। ইন্দোনেশিয়া ফেরত এই যাত্রীর ব্যাগে পরিবারের জন্য কেনা বিভিন্ন সামগ্রী, বাচ্চাদের জন্য চকলেট সহ নিজের ব্যবহারের সামগ্রী ছিলো। ​গন্তব্যে পৌঁছানোর পর বক্স খুলে অন্য যাত্রীদের সমস্ত ব্যাগ ট্রলি পাওয়া যায়নি। ​

    ভুক্তভোগী যাত্রী বলেন, “নামী কোম্পানি ভেবে বিশ্বাস করেই এই বাসে উঠেছিলাম। বাসের বক্স থেকে এইভাবে যাত্রীদের মালামাল গায়েব হয়ে যায়, তবে সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায়?” ​অভিযোগের বিষয়ে বাসের সুপারভাইজারের সাথে কথা বললে তিনি দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, ট্রলি তো বক্সেই ছিলো, বরিশাল আসার পরে ট্রলি খোলা পেয়ে আবার লাগিয়ে দেয় হেলপার, লেবুখালী আসার পরেও বক্স খোলা দেখতে পায়।”

    ভুক্তভোগী ওই যাত্রী লেবুখালীর পাগলা বাস স্ট্যান্ডে নেমে তার ট্রলি না পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা নেন। দুমকি থানার ডিউটিরত আফিসার বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে হানিফ পরিবহনের এই বাসে কর্মরত ৩ জন স্টাফকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডাসারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের!

    ডাসার(মাদারীপুর) প্রতিনিধি:  মাদারীপুরের ডাসারে মটর সাইকেলের ধাক্কায় রমেশ বিশ্বাস(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার(২৮ ডিসেম্বর) বেলা ১১...