More

    বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়নপত্র দাখিল

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া+উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু মনোনয়নপত্র দাখিল করেছেন।

    রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

    এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন,জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২০০৮ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’

    দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন...