More

    ভোলা- ৪ আসনে বিএনপি প্রার্থী’র মনোনয়ন পত্র দাখিল

    অবশ্যই পরুন

    জে এইচ রাজু , স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা- ৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

    সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়সর আহমেদ কমল, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ প্রমুখ।

    সাংবাদিকদের নুরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। জনগনের ভোটে নির্বাচিত হলে দেশ ও জনগণের কল্যানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে কাজ করবো। বিএনপি সরকার গঠন করলে আমাদের কাছে অন্যান্য দল বা মতের লোকজন নিরাপদ থাকবে।

    আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশে পরিনত করতে চাই, এই ধারাবাহিকতায় চরফ্যাশন ও মনপুরাকে ইনসাফ ও ন্যায্যতার ভিত্তিতে তৈরি করবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা আছে। এছাড়া এক লাখ...