More

    পাথরঘাটায় ইউএনও’র অপসারণের দাবিতে কার্যালয়ে ঘেরাও বিএনপির

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ: পাথরঘাটা প্রতিনিধি: পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের অপসারণের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করেছে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকমীরা। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল চার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ ঘেরাও করে।

    এ সময় ইউএনও’র বিরুদ্ধে সৈরাচারের দালাল এবং ইউএনওর দুই গালে জুতা মারো তালে তালে বলে সে−গান দেয় নেতাকর্মীরা। পরে সন্ধার দিকে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউএনও ইসরাত জাহানের অপসারণের দাবি করে নুরুল ইসলাম মণি বলেন, আমি আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে আমার সাথে ৭জন নেতাকর্মী নিয়ে কার্যালয়ের মুল ফটকে অপো করি।

    কিন্ত সহকারি রিটার্নিং অফিসার ইসরাত জাহান বাথরুমে গিয়ে ৪০ মিনিট পর এসে তার চেয়ারে বসে। আমরা প্রবেশ করে তার কাছে মনোনয়নপত্র জমা দিতে চাইলে আমার লোকজন এবং সাংবাদিকদের ঢুকতে নিষেধ করেন এমনকি তিনি (ইউএনও) নিজে ছবি করে সাবাদিকদের সরবরাহ করবেন বলায় তার (ইউএনওর) আচারণে আহত এবং ূব্দ হয়ে তার ক থেকে বের হলে আমাদের নেতাকমীরা উত্তেজিত হলে আমি তাদের নিযন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হই।

    দলীয় কার্যালয়ে মণি আরও বলেন, ‘ইসরাত জাহান কোন একটি দলের পপাতিত্ব করেছে। সেই দলের প্রার্থী যদি একাধিক লোক এবং সাংবাদিকদের নিয়ে প্রবেশ করতে পারে তাহলে আমি কেন পারবো না। বাথরুমে গিয়ে ৪০ মিনিট পর আসায় আমরা অপমানিত হয়েছি। আমরা মনে করি ইউএনও ইসরাত জাহান একটি দলের পপাতিত্ব করছেন তার দ্বারা নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। আমরা তার অপসারণ চাই। কার প করছেন সেটি বলবো না তবে একটি দলের সরাসরি প করছেন।

    ইউএনও কোন দলের অনুসারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে মণি বলেন, তিনি (ইউএনও) একটি দলের অনুসারী, তবে কোন দলের অনুসারী সেটি আমি বলবো না।আমি চাই নিরপে এবং সুষ্ঠু নির্বাচন হোক। বিএনপির প করতে হবে আমরা তাও বলছি না। সুষ্ঠু নির্বাচনের স¦ার্থে তাকে অপসারণ করতে হবে।’

    এ বিষয় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের সরকারি মুঠোফোনে বক্তব্য নেয়ার জন্য সাংবাদিকদের ফোন রিসিফ করেননি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কোটিপতি জামায়াত আমির, আছে ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকা

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা আছে। এছাড়া এক লাখ...