মো: ইমরান মুন্সি: বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পাঠানো হলো কারাগারে।
ঝালকাঠি–২ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে পুলিশি অভিযানে দুই ব্যক্তি আটক হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের একটি পুরাতন বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
আটক হওয়া ব্যক্তিরা হলেন—ঢাকা মহানগরীর পল্লবী এলাকার সাদাফ হোসেন (৩৫) এবং খিলগাঁও ইস্ট গোরান এলাকার মাকসুদুর রহমান (৪৩)। পুলিশ জানায়, সোমবার বিকাল পাঁচটার দিকে তাদের সদর থানা পুলিশ হেফাজতে নেয়। পরে ২০২৪ সালের ১ সেপ্টেম্বরের একটি বিস্ফোরক উপাদানবলী আইনের মামলায় (মামলা নং-০১) গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সাদাফ হোসেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলীর ভায়রার ছেলে এবং মাকসুদুর রহমান প্রার্থীর ভাগ্নে জামাই বলে জানা গেছে। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, মনোনয়নপত্র দাখিল করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়নি। তিনি স্পষ্ট করেন যে, আগের একটি রাজনৈতিক মামলার আসামী হিসেবে তাদের আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
