More

    কাঠালিয়ায় শাবল দিয়ে মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    সাকিবুজ্জামান সবুর, নিজস্ব প্রতিবেদক, কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে শাবল দিয়ে পিটিয়ে লামিয়া আক্তার(১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে সৎ চাচার বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নিহত লামিয়ার মা লিলি বেগম (৪৫) গুরুতর আহত হয়।

    নিহত লামিয়া আক্তার উত্তর চড়াইল গ্রামের মৃত মহারাজ খানের মেয়ে ও উত্তর চড়াইল হাসেমিয়া বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার পর ঘাতক জাকির হোসেন (৫৫) কে আটক করেছে পুলিশ। জাকির হোসেন উপজেলার উত্তর চড়াইল গ্রামের মৃত মুনসুর আলী খানের ছেলে ও নিহত লামিয়ার সৎ চাচা। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, শিক্ষার্থী লামিয়া হত্যার ঘটনায় ঘাতক জাকির হোসেন খানকে আটক করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাকির হোসেন তার ভাইয়ের স্ত্রী ও কন্যার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

    এরই ধারাবাহিকতায় ১৭০ টাকা চুরির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে লিলি বেগমের সাথে জাকিরের ঝগড়া হয়। এক পর্যায় জাকির হোসেন লোহার শাবল দিয়ে পিটিয়ে লিলি বেগম ও লামিয়াকে গুরুতর আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে লামিয়া মারা যায় এবং লিলি বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ইউপি সদস্য ইউনুছ আলী ও পুলিশ জানায়, উত্তর চড়াইল গ্রামের মৃত মহারাজ খানের স্ত্রী লিলি বেগমের সাথে দেবর জাকির খানের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দ্ধন্ধ চলে আসছিল।

    মঙ্গলবার বিকেলে লিলি বেগমের সাথে জাকিরের ঝগড়া হয়। এক পর্যায় জাকির খান (লোহার) শাবল দিয়ে পিটিয়ে জখম করে লিলি বেগমকে। এসময় মাকে বাঁচাতে এগিয়ে এলে একমাত্র কন্যা লামিয়া আক্তারকেও পিটিয়ে জখম করে জাকির। আহত মা—মেয়েকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে লামিয়া মারা যায়।

    লিলি বেগমকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় ঘাতক জাকির হোসেনকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নতুন বছর ২০২৬-কে প্রথম স্বাগত জানাল যেসব দেশ

    আতশবাজি ও উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে (গ্রিনিচ মান সময় ১১টা) রাজধানী অকল্যান্ডের...